গবেষণা - Latest News on গবেষণা| Breaking News in Bengali on 24ghanta.com
ছ`মাস কোনও ক্লাস নয়, পাঠক্রমে গবেষণা প্রেসিডেন্সিতে

ছ`মাস কোনও ক্লাস নয়, পাঠক্রমে গবেষণা প্রেসিডেন্সিতে

Last Updated: Wednesday, November 27, 2013, 21:03

গবেষণার কাজে ছাত্রছাত্রীদের উত্সাহ দিতে এবার নয়া শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে প্রেসিডেন্সিতে। স্নাতকোত্তর স্তরের শেষ ৬ মাস ছাত্রছাত্রীদের কোনও ক্লাস করতে হবে না।  মন দিতে হবে শুধুই গবেষণায়। আর সেই গবেষণা পত্রের ওপরেই থাকবে নম্বর।