Last Updated: October 29, 2013 21:03

সরকার দাম বেঁধে দিয়েছে ১৪ টাকা কিলো দরে বিক্রি করতে হবে জ্যোতি আলু। ১৬ টাকা কিলো দরে বিক্রি করতে হবে চন্দ্রমুখী আলু। কিন্তু বাজার বলছে অন্য কথা। সরকারি নির্দেশের তোয়াক্কা না করে যথেচ্ছ দাম হাঁকছেন বিক্রেতারা।
বাজার থেকে পেঁয়াজ কিনতে গেলে চোখে জল আসছে। এক কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা। জ্যোতি আলু বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৮ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলুর দাম ১৮ থেকে ২০ টাকা। ফলে বাধ্য হয়েই কেনাকাটা কাটছাঁট করছে আম জনতা।
খুচরো বিক্রেতারা বলছেন, মহাজনের কাছে এক বস্তা আলুর দাম ৬৫০ টাকা। তাই দাম কমাতে সরকার যতই চাপ দিক তাঁদের কিছুই করার নেই ।
নির্দেশ না মানলে খুচরো বিক্রেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা জানানো হয়নি সরকারের তরফে। তাই সাধারণ মানুষের মতে টাস্ক ফোর্সের অভিযানই সার। বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।
First Published: Tuesday, October 29, 2013, 21:03