Last Updated: September 28, 2013 21:56

ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার আগের দিন রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী পাকিস্তানই সন্ত্রাসের উত্স। তবে একই সঙ্গে দু`দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাকে স্বাগত জানিয়েছেন মনমোহন সিং।
জম্মু-কাশ্মীর সহ যে কোনও বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে নয়াদিল্লি প্রস্তুত বলেও জানিয়েছেন। তবে ভারত বিরোধী সন্ত্রাসে পাক মাটি যাতে কোনওভাবেই ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন মনমোহন সিং।
First Published: Saturday, September 28, 2013, 21:56