Last Updated: November 9, 2012 19:40

গত বছর থেকেই ভারতীয় বংশোদ্ভুত পর্নস্টারদের প্রতি বেশ বদান্যতা দেখাচ্ছে ভারত। প্রথমে বিগ বস সিজন ফাইভে সানি লিওনের এন্ট্রি। সেখান থেকে সটান বলিউড। দেখে অনেকেই ভেবেছিলেন তাঁদের ভাগ্যেও যদি এমন শিকেটা ছিঁড়ত! তবে ভারতের দিল দরাজ। কখনই একে থেমে থাকে না। তাই এবারেও সানির মতোই বিগ বস সিক্স-এও আসছেন এমনই এক পর্নস্টার। প্রিয়া রাই।
৩৫ বছর বয়সী খাঁটি ভারতীয় প্রিয়ার জন্ম দিল্লিতে। পুরো নাম প্রিয়া অঞ্জলি রাই। ২ বছর বয়স থেকে বড় হয়েছেন আমেরিকায়। ২০০৮ থেকে এপর্যন্ত মোট ৮৬টি অ্যাডাল্ট ছবিতে অভিনয় করেছেন প্রিয়া। পেয়েছেন বেশ কিছু অ্যাওয়ার্ডও। আর এবারে পা রাখতে চলেছেন বিগ বস হাউসে।
সানি লিওন আসার পরই তরতর করে বেড়েছিল বিগ বসের টিআরপি। তবে লাভ হয়েছিল দুপক্ষেরই। একেবারে ভাট ক্যাম্পের হাত ধরে বলিউডে আগমন। প্রিয়ার ভাগ্য ততটা মসৃন হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে হিসেব বলছে এখনই হয়তো ভাট ক্যাম্পের প্রতিদ্বন্দ্বীরা ওফার লেটার এগিয়ে দিয়েছেন তাঁর দিকে। কী হবে তা সময়ই বলবে। আপাতত প্রিয়ার অপেক্ষায় দিন গুণছে বিগ বস হাউস।
First Published: Friday, November 9, 2012, 19:40