মহেশ ভাট - Latest News on মহেশ ভাট| Breaking News in Bengali on 24ghanta.com
বিগ বসে আসছেন পর্নস্টার প্রিয়া

বিগ বসে আসছেন পর্নস্টার প্রিয়া

Last Updated: Friday, November 9, 2012, 19:40

গত বছর থেকেই ভারতীয় বংশোদ্ভুত পর্নস্টারদের প্রতি বেশ বদান্যতা দেখাচ্ছে ভারত। প্রথমে বিগ বস সিজন ফাইভে সানি লিওনের এন্ট্রি। সেখান থেকে সটান বলিউড। দেখে অনেকেই ভেবেছিলেন তাঁদের ভাগ্যেও যদি এমন শিকেটা ছিঁড়ত! তবে ভারতের দিল দরাজ। কখনই একে থেমে থাকে না। তাই এবারেও সানির মতোই বিগ বস সিক্স-এও আসছেন এমনই এক পর্নস্টার। প্রিয়া রাই।