টুইটারে দ্বিতীয় ছবি পোস্ট করলেন মেরি প্রিয়াঙ্কা কম

টুইটারে দ্বিতীয় ছবি পোস্ট করলেন মেরি প্রিয়াঙ্কা কম

টুইটারে দ্বিতীয় ছবি পোস্ট করলেন মেরি প্রিয়াঙ্কা কমগতকালই টুইটারে মেরি কম বায়োপিকে নিজের প্রথম লুকের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। উপচে পড়া শেয়ার দেখে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা আজ প্রকাশ করলেন দ্বিতীয় ছবি। রাকেশ ওমপ্রকাশ মেহরার ভাগ মিলখা ভাগের পর এবার মেরি কমের জীবন নিয়ে ছবি করছেন উমঙ্গ কুমার।

ছবিতে প্রিয়াঙ্কার বাইসেপসই প্রমাণ দিচ্ছে তাঁর পরিশ্রমের। মঙ্গলবার সকালে ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ঘুম থেকে উঠুন। আজকের লড়াই শুরু। আরও একটা ছবি। এখনও পর্যন্ত তাঁর জীবনের সেরা চরিত্র বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। শিখেছেন বক্সিং, মেরি কমের সঙ্গে দেখা করে জেনে নিয়েছেন তাঁর জীবনযুদ্ধের কাহিনী।




First Published: Wednesday, July 16, 2014, 10:10


comments powered by Disqus