গা ছাড়া দিয়ে উঠে কংগ্রেস রদবদলের পথে, রাহুলের বাড়িতে দিদি প্রিয়াঙ্কার বৈঠক প্রধানমন্ত্রী প্রার্থী

গা ছাড়া দিয়ে উঠে কংগ্রেস রদবদলের পথে, রাহুলের বাড়িতে দিদি প্রিয়াঙ্কার বৈঠক প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে

গা ছাড়া দিয়ে উঠে কংগ্রেস রদবদলের পথে, রাহুলের বাড়িতে দিদি প্রিয়াঙ্কার বৈঠক প্রধানমন্ত্রী প্রার্থী নিয়েদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা। রাহুল গান্ধীর বাড়িতে বসে গুরুত্বপূর্ণ এই বৈঠক। কংগ্রেস সহ সভাপতির প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া নিয়ে কথা হয়েছে এই বৈঠকে।

শোনা যাচ্ছে সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদল পথে হাঁটতে চলেছে কংগ্রেস৷

প্রিয়াঙ্কা ছাড়াও আজকের বৈঠকে ছিলেন সোনিয়ার সেক্রেটরি আহমেদ প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ। কংগ্রেসের শীর্ষ নেতা জনার্দন দ্রিবেদি। ছিলেন অন্যান্যরাও। সূত্রের খবর, রাহুলের বাড়িতে বৈঠক হলেও, উপস্থিত ছিলেন না সোনিয়া পুত্র।

জানুয়ারির ১৭ তারিখ এআইসিসির বৈঠকের আগে আজকের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এমনটা মানছে রাজনৈতিক মহল। এআইসিসির বৈঠকেই রাহুলের প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার কথা চূড়ান্ত করা হবে বলে মনে করা হচ্ছে।





First Published: Tuesday, January 7, 2014, 17:33


comments powered by Disqus