Last Updated: Saturday, January 4, 2014, 17:51
দিল্লি বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত ভাবে কামাল দেখিয়েছে আম আদমি পার্টি। ৮ মাস বয়সী দলের দখলে বর্তমানে রাজধানীর মসনদ। তবে শুধু দিল্লি জয় করেই হাল ছেড়ে দিতে নারাজ আপ। পাখির চোখ এখন আসন্ন লোকসভা নির্বাচনে। লোকসভা নির্বাচনে দলের কৌশলের নীল নকশা ছকে ফেলতে আজ আপ-এর ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি আজ সকালে দিল্লিতে বৈঠকে বসে। আম আদমি পার্টির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনে গুজরাতের সবকটি আসন থেকেই প্রতিদ্বন্ধীতা করবে তারা। এর সঙ্গেই নির্বাচনের আগেই হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে সমর্থন বাড়ানোর দিকে মন দেবে আপ।