Last Updated: January 8, 2014 21:02

দলীয় রাজনীতিতে কি আরও বড় ভূমিকা নিতে চলেছেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী? কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে আজকের বৈঠক ফের উস্কে দিয়েছে এই জল্পনা।
মঙ্গলবার দলের শীর্ষ-নেতা মন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর বাড়িতে বৈঠক করেছিলেন প্রিয়াঙ্কা। আজ বসেন খোদ সভানেত্রীর সঙ্গে। ১৭ জানুয়ারি এআইসিসি-র বৈঠক। তার আগে প্রিয়াঙ্কা গান্ধীর ঘনঘন বৈঠক ঘিরেই জল্পনা দানা বাধছে। ১৭ জানুয়ারির বৈঠকে কংগ্রেসে ব়ড়সড় সাংগঠনিক রদবদল হতে পারে।
সেক্ষেত্রে রায়বরেলি ও আমেথির বাইরে লোকসভা ভোটে বাড়তি দায়িত্ব পেতে পারেন সোনিয়া তনয়া। এবারের ভোটে কংগ্রেসের তরুপের তাস হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। পরপর দুদিন হাইপ্রোফাইল বৈঠকে প্রিয়াঙ্কার হাজিরা তারই ইঙ্গিত বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
First Published: Wednesday, January 8, 2014, 21:02