Last Updated: June 22, 2013 15:30

পিটবুলের সঙ্গে প্রিয়াঙ্কার গান `এক্সটিক` লঞ্চ হওয়ার আগেই চলে এল অনলাইনে। অনলাইন মুক্তির পরই এক্সটিক জ্বরে আক্রান্ত প্রিয়াঙ্কার ভক্তকূল।
তবে অনলাইনে গান লিক হওয়ায় মোটেই বিব্রত নন পিগি চপস। বরং টুইট করলেন, ও...আমার নতুন গান এক্সটিক তাহলে লিক হয়ে গেছে! আমার রেগে যাওয়া উচিত কিন্তু আসসে আমার বেশ স্বস্তি লাগছে। আমি খুশি। অফিশিয়ালিও খুব তাড়াতাড়ি এসে যাবে...একটু অপেক্ষা করুন! আপনাদের কেমন লাগল আমাকে জানাবেন।
পরে পিটবুল, প্রিয়াঙ্কা দুজনেই গানের অফিশিয়াল ভার্সন টুইট করেন।
First Published: Saturday, June 22, 2013, 15:30