Last Updated: July 28, 2013 18:21

যেই ভয়টা পাচ্ছিলেন প্রিয়াঙ্কা, সেটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। না চাইতেও বক্সঅফিসে মুখোমুখি হতে হচ্ছে বোন পরনীতির। একই দিনে মুক্তি পেতে চলেছে দুই বোনের ছবি। প্রিয়াঙ্কার জঞ্জীরের দিনই মুক্তি পাচ্ছে পরিনীতির শুদ্ধ দেশি রোম্যান্স।
আগামী সেপ্টেম্বর মাসের ৬ তারিখ মুক্তি পেতে চলেছে জঞ্জীর ও শুদ্ধ দেশি রোম্যান্স। শুরু থেকেই প্রিয়াঙ্কা বলেছিলেন পরিনীতির সঙ্গে একদিনে ছবি মুক্তি পাওয়া তাঁর কাছে দুঃস্বপ্ন। কিন্তু সেই দুঃস্বপ্নই সত্যি চলেছে। শুদ্ধ দেশি রোম্যান্স মুক্তি পাওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর। কিন্তু টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়ার জন্য ছবির মুক্তির দিন ১৩ থেকে ৬ সেপ্টেম্বরে এগিয়ে আনা হয়েছে। তাই শেষমেশ বক্সঅফিসে মুখোমুখি দুই বোন।
First Published: Sunday, July 28, 2013, 18:21