Last Updated: Sunday, July 28, 2013, 18:21
যেই ভয়টা পাচ্ছিলেন প্রিয়াঙ্কা, সেটাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। না চাইতেও বক্সঅফিসে মুখোমুখি হতে হচ্ছে বোন পরনীতির। একই দিনে মুক্তি পেতে চলেছে দুই বোনের ছবি। প্রিয়াঙ্কার জঞ্জীরের দিনই মুক্তি পাচ্ছে পরিনীতির শুদ্ধ দেশি রোম্যান্স।