problem_export_import_bangladesh_to_india

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব, দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি থমকে

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব, দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি থমকেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে ভারতে। থমকে গিয়েছে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি। যার ফলে উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে বহু ট্রাক। সীমান্তের  ওপারেও আটকে দুই শতাধিক ভারতীয় ট্রাক। অথচ বাংলাদেশ সরকার পণ্য খালি করতে না চাওয়ায় সেগুলি এখন ভারতে ফিরতে পারছে না। ফলে ট্রাকের মধ্যেই নষ্ট হচ্ছে মাছ, সবজি, কিম্বা ফল।

ক্ষতি হচ্ছে বহু কোটি টাকার। অভিযোগ ব্যবসায়ীদের। চলতি মাসেই বাংলাদেশে শেষ হচ্ছে হাসিনা সরকারের কার্যকালের মেয়াদ। দেশে অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের দাবিতে রবিবার থেকে বিএনপির ডাকে বাংলাদেশে চলছে তিন দিনের হরতাল।

এই অবস্থায় দুই দেশের মধ্যে বাণিজ্য থমকে যাওয়ায় ঘোজাডাঙা সীমান্ত দিয়ে দৈনিক তিনশো থেকে চারশো ট্রাকের বাংলাদেশে যাওয়ায় আপাতত বন্ধ। ফলে দৈনিক লাক্ষাধিক টাকার রাজস্বের ক্ষতির পাশাপাশি, সমস্যায় ট্রাক মালিকরাও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এখন সেদিকেই তাকিয়ে বসিরহাটের ট্রাক এবং শ্রমিক ইউনিয়নগুলি। 

First Published: Monday, October 28, 2013, 10:38


comments powered by Disqus