Last Updated: Wednesday, May 9, 2012, 16:31
হিলারি রডহ্যাম ক্লিনটনের `পরামর্শ` উপেক্ষা করে নয়াদিল্লি শেষ পর্যন্ত ইরান থেকে তেল আমদানি চালিয়ে যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রতিবেশী চিন কিন্তু এ ব্যাপারে আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারিকে ধর্তব্যের মধ্যেই আনছে না। শুধু তাই নয়, পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে ডলার আর ইউরো`র মোকবিলায় ইউয়ানকে বিশ্ব-বাজারে ঠাঁই করে দেওয়ারও পরিকল্পনা নিয়েছে বেজিং।