Last Updated: October 3, 2012 13:00

এখনও সমস্যা মিটল না হলদিয়া বন্দরে। বন্দরের সমস্যা মেটাতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠক একটি বৈঠক ডাকা হয়েছে। মূল যে সংস্থাটির সঙ্গে সমস্যা চলছে, সেই এবিজের সঙ্গেই আগামিকাল বৈঠক হবে কলকাতায়। সেই বৈঠকে সমাধানসূত্র মিলবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। চুক্তি অনুসারে আগামিকালের বৈঠকে বাড়তি পণ্য ওঠানো-নামানোর দাবি জানাবে এবিজে। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও হলদিয়া বন্দরের অচলাবস্থা অব্যাহত। আজ বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। আগামিকাল কলকাতায় বৈঠক হবে। আজ বিকেলে হলদিয়া ডক বাঁচাও কমিটির তরফে শ্রমিক কর্মচারীদের নিয়ে একটি কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে বন্দরের সমস্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় জাহাজমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল।
First Published: Wednesday, October 3, 2012, 14:44