কেন্দ্রীয় জাহাজমন্ত্ - Latest News on কেন্দ্রীয় জাহাজমন্ত্| Breaking News in Bengali on 24ghanta.com
হলদিয়া বন্দরের অচলাবস্থা আরও গভীরতর

হলদিয়া বন্দরের অচলাবস্থা আরও গভীরতর

Last Updated: Wednesday, October 3, 2012, 13:00

এখনও সমস্যা মিটল না হলদিয়া বন্দরে। বন্দরের সমস্যা মেটাতে আগামিকাল, বৃহস্পতিবার বৈঠক একটি বৈঠক ডাকা হয়েছে। মূল যে সংস্থাটির সঙ্গে সমস্যা চলছে, সেই এবিজের সঙ্গেই আগামিকাল বৈঠক হবে কলকাতায়। সেই বৈঠকে সমাধানসূত্র মিলবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।