চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন ঘিরে চূড়ান্ত অব্যবস্থা, দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে গেলেন বহু স

চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন ঘিরে চূড়ান্ত অব্যবস্থা, দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে গেলেন বহু সেলিব্রিটি, সাধারণ মানুষ

চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধন ঘিরে চূড়ান্ত অব্যবস্থা, দীর্ঘক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে গেলেন বহু সেলিব্রিটি, সাধারণ মানুষগতবারের মত এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব দেখল তারকাখচিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু সেই সঙ্গে সামনে চলে এল অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত অব্যবস্থার ছবিটাও। অভিযোগ, নেতাজি ইন্ডোরে আসন সংখ্যার তুলনায় অনেক বেশি আমন্ত্রণপত্র বিলি হয়েছে। আমজনতা তো বটেই আমন্ত্রণপত্র থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ  গেটের বাইরে দাঁড়িয়েই ফিরে যেতে হয় বহু সেলিব্রিটিকেও। 

এতো গেল বাইরের ছবি। নেতাজি ইন্ডোরের ভিতরেও যে সমস্ত সেলিব্রিটি ঢুকতে পেরেছিলেন তাঁদের অভিজ্ঞতাও ভয়াবহ। ভিতরে অনেক মানুষের সমাগম হওয়ায় একসময় পদপিষ্ট হওয়ার আশঙ্কা করে প্রশাসন। এরপরই গেট বন্ধ করে দেওয়া হয়। ভিতরে থাকতে না পেরে অনেকেই বেরিয়ে আসেন মূল অনুষ্ঠান না দেখেই।     

First Published: Sunday, November 10, 2013, 21:33


comments powered by Disqus