Last Updated: Sunday, November 10, 2013, 20:09
১৯ তম চলচ্চিত্র উত্সবের উদ্বোধন ঘিরে একেবারে চাঁদের হাট বসল কলকাতায়। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, কমল হাসান থেকে মিঠুন। দেশের সব বড় বড় চলচ্চিত্র তারকাদের এক ছাতার তলায় হাজির করাল ১৯ তম কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধন। প্রদীপ জ্বালিয়ে উত্সবের সূচনা করেন, অমিতাভ, জয়া বচ্চন, কমল হাসান, শাহরুখ খান, রঞ্জিত মল্লিক, প্রসেনজিত্। কোয়েল থেকে শুভশ্রী, শ্রাবন্তী। দেব, জিত্। উপস্থিত ছিলেন সন্ধ্যা রায়, মাধবী মুখার্জি, অপর্না সেনও। টলিউডের সব নামী মুখই হাজির ছিল আজকের চলচ্চিত্র উত্সবে।