Last Updated: July 6, 2012 18:11

পরীক্ষায় টোকাটুকিতে বাধা দেওয়ায় ছাত্রছাত্রীদের হাতে প্রহৃত হলেন তিনজন অধ্যাপক-অধ্যাপিকা। এই ঘটনা ঘটেছে চন্দ্রকেতুগড় শহিদুল্লা স্মৃতি মহাবিদ্যালয়ে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, মারমুখি ছাত্রদের নেতৃত্বে ছিল টিএমসিপি সদস্যরা।
বিএ-পার্ট ওয়ান পরীক্ষার জন্য এই কলেজে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীদের সিট পড়ে। অভিযোগ নকলে বাধা দেওয়ায় ছাত্রছাত্রীদের একাংশ প্রথমে গফফর আলি মণ্ডল নামে কলেজের এক অশিক্ষক কর্মীকে বেধড়ক মারধর করে। এরপরই তারা হামলা করে আকিকুল ইসলাম নামে ওই কলেজের এক অধ্যাপকের ওপর। তাঁকে বাঁচাতে গেলে ব্যাপক মারধর করা হয় রূপা চক্রবর্তী ও সুলগ্না চ্যাটার্জি নামে দুই অধ্যাপিকাকেও। তিনজনই এমুহুর্তে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি।
ঘটনার খবর বসিরহাট কলেজে পৌঁছতেই সেখানে আরেক প্রস্থ উত্তেজনা সৃষ্টি হয়। কলেজের ভিতরে আটকে রাখা হয় সেখানে পরীক্ষা দিতে যাওয়া শহিদুল্লা স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। অন্যদিকে, এর পাল্টা হিসেবে বসিরহাট কলেজের ছাত্রছাত্রীদেরও আটকে রাখা হয়েছে শহিদুল্লা স্মৃতি মহাবিদ্যালয়ে। এর জেরে বন্ধ হয়ে যায় দ্বিতীয়ার্ধের পরীক্ষা।
First Published: Friday, July 6, 2012, 18:11