অভিযোগের নিশানায় টিএ - Latest News on অভিযোগের নিশানায় টিএ| Breaking News in Bengali on 24ghanta.com
ফের প্রহৃত অধ্যাপকরা, অভিযোগের নিশানায় টিএমসিপি

ফের প্রহৃত অধ্যাপকরা, অভিযোগের নিশানায় টিএমসিপি

Last Updated: Friday, July 6, 2012, 18:11

পরীক্ষায় টোকাটুকিতে বাধা দেওয়ায় ছাত্রছাত্রীদের হাতে প্রহৃত হলেন তিনজন অধ্যাপক-অধ্যাপিকা। এই ঘটনা ঘটেছে চন্দ্রকেতুগড় শহিদুল্লা স্মৃতি মহাবিদ্যালয়ে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, মারমুখি ছাত্রদের নেতৃত্বে ছিল টিএমসিপি সদস্যরা।