হাসপাতালেই জলসা

হাসপাতালেই জলসা

হাসপাতালেই জলসাপ্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৃণমূল কর্মী ইউনিয়ন এনআরএস হাসপাতালের মধ্যে আয়োজন করেছিল গানবাজনার। যেখানে গাড়ির সামান্য হর্ণ বাজানোও সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানেই তারস্বরে বাজছে বড় বড় বক্স। মাইক বাজিয়ে চলছিল গান বাজনাও। কয়েক হাত দূরেই সার্জিকাল ওয়ার্ড। অস্ত্রোপচারের হওয়া মুমুর্শ রোগীরা ভর্তি আছেন সেখানে। সেসবের কোনও তোয়াক্কা না করে সকাল থেকে দুপুর পর্যন্ত চলল অনুষ্ঠান। ফলে চরম অসুবিধায় পড়েন রোগীরা। হাসপাতাল সুপারের মন্তব্য বিনা অনুমতিতেই আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের।

 






First Published: Thursday, January 26, 2012, 22:22


comments powered by Disqus