Last Updated: Tuesday, January 1, 2013, 21:40
ইডেনে ভারত-পাকিস্তান ম্যাচ যতই এগিয়ে আসছে,ততই মুখ শুকনো হচ্ছে সিএবি কর্তাদের। সংগঠনগত কোনও সমস্যা নেই। নেই পিচ কিউরেটরের একগুঁয়েমিও। তবুও শুকনো কেন মুখ সিএবি কর্তাদের? সিএবির পক্ষ থেকে যে বিশিষ্ট ব্যক্তিদের কাছে আমন্ত্রণ গিয়েছিল তাঁদের বেশিরভাগই কেউ অনিশ্চিত,কেউ বা আসছেনই না। সিএবি কর্তাদের ইচ্ছা ছিল ভারত ও পাকিস্তান মিলিয়ে মোট ২৫জন প্রাক্তন অধিনায়ককে সংবর্ধনা দেওয়ার।