কথা দাও...

কথা দাও...

কথা দাও...আজ ১১ফেব্রুয়ারি। প্রমিস ডে। ভাঙার জন্যই নাকি প্রমিসের জন্ম, এই বহুল প্রচলিত কথাটিকে আজকে থেকে গঙ্গায় বিসর্জন দিন। ভালবাসার মানুষটির কাছে কথা দিয়ে কথা না রাখার আপনার যে বদনামটি আছে সেটা ঘুচিয়ে ফেলার আজকের থেকে ভাল সুযোগ আর পাবেন না। আজকে স্পেশাল সেই তাকে বুঝিয়ে দিন ভালবাসার যে প্রমিসটা তাকে আপনি করেছিলেন তার মধ্যে খাদ নেই একটুও। প্রেম যদি একটু পুরনো হয় তাহলে আজকে তার হাত ধরে হঠাৎ করে বেরিয়ে পড়ুন। তাকে বুঝিয়ে দিন সম্পর্কের বয়স হয়ত বেড়েছে কিন্তু ঘুণ ধরেনি ভালবাসায়। মনের মধ্যে যে সব `প্রমিস` গুলো দিবারাত্র উঠবোস করছে , বলি বলি করেও বলে উঠতে পারছেন না সঙ্গী বা সঙ্গিনীকে, আজকে ভাষা দিন তাদেরকেও। প্রমিস ডেতে আপনার কী কিছু প্রমিস করার আছে বিশেষ মানুষটিকে? কাউকে পাঠাতে চান বিশেষ কোন বার্তা? আপনারও কি এই দিনটিতে বিশেষ কিছু অভিজ্ঞতা আছে? সব কিছু শেয়ার করুন আমদের সঙ্গে। কমেন্ট করুন নীচে।

প্রেম সপ্তাহের খুঁটিনাটি জানতে ক্লিক করুন এখানে








First Published: Monday, February 11, 2013, 16:51


comments powered by Disqus