মুখ্যমন্ত্রীর কো-অর্ডিনেশন কমিটি ভাঙার আহ্বানের প্রতিবাদে বিক্ষোভ, সামলালেন পার্থ

মুখ্যমন্ত্রীর কো-অর্ডিনেশন কমিটি ভাঙার আহ্বানের প্রতিবাদে বিক্ষোভ, সামলালেন পার্থ

শনিবার তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর ডাক ছিল, এরই প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে বিক্ষোভ দেখান কো-অর্ডিনেশন কমিটির সদস্যেরা। দুপুরে টিফিনের সময় রাজ্য সরকারি অফিসগুলির সামনে তাঁরা প্রতিবাদে সামিল হন। ছাড় পায়নি মহাকরণও।

সোমবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে। সরকারি নানা সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামছে মানবাধিকার সংগঠন এপিডিআর-ও। রাজ্য সরকারি কর্মচারীদের সভা-সমাবেশ-আন্দোলন নিষিদ্ধ করা, ইউনিয়ন ভাঙতে কর্মীদের যখন-তখন বদলি করে দেওয়ার অভিযোগ, নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার গণ-কনভেনশনের ডাক দিয়েছে এপিডিআর। বিকেল চারটেয় স্টুডেন্টস হলে হবে ওই কনভেনশন।

First Published: Monday, February 24, 2014, 23:37


comments powered by Disqus