Last Updated: March 3, 2012 11:43

পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেনের বিরুদ্ধে মার্কিন অভিযান নিয়ে ছবি। পাক ভুখণ্ডে শুটিংয়ের অনুমতি দেয়নি ইসলামাবাদ। তাই ছবির শুটিং-এর জন্য ভারতের চন্ডীগড়কেই বেছে নিয়েছেন অস্কার জয়ী পরিচালক ক্যাথরিন বিগলো।
`জিরো ডার্ক থার্টি` শীর্ষক ছবির জন্য চণ্ডীগড়েই গড়ে তোলা হয়েছে পাক শহরের পথঘাট। আর তাতেই বেজায় ক্ষিপ্ত কট্টরপন্থী সংগঠনগুলি। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই এই ছবির শুটিং হচ্ছে চন্ডীগড়ে। ভারতের মাটিতে এভাবে পাকিস্তানের পথঘাট পুনর্নির্মাণ করা যাবে না বলেও দাবি তাঁদের। প্রতিবাদে শুক্রবার শুটিংস্থলে বিক্ষোভও দেখায় বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা।
আপত্তি শুধু কট্টরপন্থীদেরই নয়, সংখ্যালঘু সম্প্রদায়-সহ চণ্ডীগড়ের অন্যান্য মানুষও প্রবল আপত্তি জানিয়েছেন এই শুটিং নিয়ে। ভারতের সঙ্গে সৌদী সন্ত্রাসবাদীর কোনও যোগাযোগই ছিল না। তাঁদের প্রশ্ন তা হলে ওসামার জীবন নিয়ে ছবির শুটিং কেন ভারতে হবে? বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন। এর বিরুদ্ধে তারা আদালতের দারস্থ হওয়ার বিষয়টিও বিবেচনা করছে। কট্টরপন্থীদের আপত্তির মুখে পড়ে ছবির কাজ আটকে গিয়েছে, এমন নজির ভারতে কম নেই। বিভিন্ন সংগঠনের প্রবল বিরোধিতায়, লাদেনের জীবন নিয়ে ছবি `জিরো ডার্ক থার্টি`-র শুটিংও চণ্ডীগড়ে চালিয়ে যাওয়া যাবে কিনা, তা নিয়েই সংশয় দেখা দিয়েছে।
First Published: Saturday, March 3, 2012, 11:43