Last Updated: May 23, 2014 21:50

এই বিখ্যাত মারাকানা স্টেডিয়ামেই হবে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল। কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামের ছবিটা অন্যরকম। বদলে গেছে স্টেডিয়ামের বাইরে রাস্তাটাও। রাস্তা এখন ক্যানভাস। এই ক্যানভাসেই আঁকা প্রতিবাদের ছবি। কারন ব্রাজিলে বিশ্বকাপের আয়োজনের প্রতিবাদে এবার পথে নামলেন চিত্র শিল্পিরাও।
শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই ছবি আঁকা হয়নি। বরং বিশ্বকাপের বিরোধিতা করার জন্য এই উদ্যোগ। ব্রাজিলের বিভিন্ন শহরে বিশ্বকাপকে ঘিরে প্রতিবাদের ঝড় উঠছে। দেশের একগুচ্ছ সমস্যার দিকে নজর না দিয়ে বিশ্বকাপ করানোর মানে হয় না বলে দাবি দেশের একগুচ্ছ মানুষের।
বিশ্বকাপের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে ভরিয়ে দেওয়া হয়েছে শহরের দেওয়ালগুলিকে। ব্রাজিলের নানা সমস্যার মধ্যে অন্যতম হল স্বাস্থ। চিকিত্সার অভাবে প্রতিবছর ব্রাজিলে মারা যান বহু মানুষ। ব্রাজিলের পতাকায় এসব সমস্যার উল্লেখ করেছেন চিত্র শিল্পিরা।
ব্রাজিলে দারিদ্র্য মহামারির মতো ছড়াচ্ছে। সেই ছবিটিও তুলে ধরা হয়েছে রং আর তুলির মাধ্যমে। নানা প্রতিবাদের জেরে ব্রাজিলে বিশ্বকাপের আয়োজন নিয়ে আশঙ্কিত সেদেশের মানুষ।
First Published: Friday, May 23, 2014, 21:50