Last Updated: Thursday, June 12, 2014, 10:13
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই শুরু `গ্রেটেস্ট শো অন আর্থ`। বিশ্বকাপ ফুটবল। এক মাস ধরে সারা পৃথিবীকে এক সুরে বেঁধে রাখবে সেই এক খেলা। আজ ব্রাজিলের আরেনা দে সাওপাওলোতে ব্রাজিল, ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যচের বাঁশি বেজে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ৩২ দিনের, ৩২ দেশের মধ্যে ফুটবল মহারণ। আজ স্টেডিয়ামে হয়ত খেলা দেখবনে ৬১, ৬০৬ জন। সারা বিশ্ব জুড়ে কয়েক কোটি মানুষ টিভির পর্দাতেই রোনাল্ডো, মেসি, নেইমারদের পায়ের জাদুতে মগ্ন হবেন।