Last Updated: December 30, 2012 14:42

কাল ভোররাতেই থেমে গেছে দিল্লির তরুণীর জীবনের লড়াই। কিন্তু থামেনি প্রতিবাদ। সারা দেশের সঙ্গে প্রতিবাদে সামিল শহর কলকাতাও। সামিল আমরাও, ২৪ ঘণ্টা।
দিল্লির ঘটনায় যখন উত্তাল সারা দেশ, ঠিক তখনই ধর্ষকের পৈশাচিক মনোবৃত্তির শিকার হচ্ছেন বারাসাতের মধ্যবয়স্কা থেকে বেঙ্গালুরুর কিশোরী। তাই দিল্লির ঘটনাতেই শেষ হয়ে যাচ্ছে না প্রতিবাদ, বরং তৈরি হচ্ছে নতুন লড়াইয়ের পটভূমি। সেই পটভূমির উদযাপনে আজ বিকেল পাঁচটা থেকে ২৪ ঘণ্টার উদ্যোগে মিলেনিয়াম পার্কে প্রতিবাদ সভা হবে। গান, নাচ, নাটক, কবিতায় এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে আমরা থাকছি। আপনারাও আসুন। আজকের মঞ্চে আমাদের সবার প্রতিবাদ এক সঙ্গে নতুন লড়াইয়ের অঙ্গীকারবদ্ধ হোক।
First Published: Sunday, December 30, 2012, 14:42