Last Updated: June 18, 2013 12:36

কামদুনি কাণ্ডে পথে নামছেন বুদ্ধিজীবীরা। বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের ডাকে আগামী একুশে জুন কলেজ স্কোয়ার থেকে মিছিলে পা মেলাবেন তারা। অংশ নেবেন তরুণ সান্যাল, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, মহাশ্বেতা দেবী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সহ একাধিক বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। কামদুনি কাণ্ডের পর এবার সেই শঙ্খ ঘোষের ডাকেই পথে নামছেন বুদ্ধিজীবীরা। আগামী শুক্রবার কলেজ স্কোয়ার থেকে মিছিলে অংশ নেবেন তাঁরা। মিছিলে থাকবেন তরুণ সান্যাল, নবনীতা দেবসেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, মহাশ্বেতা দেবী সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
কামদুনি থেকে গেদে। সাম্প্রতিক একের পর এক ঘটনায় উদ্বিগ্ন বিশিষ্টজনেরা।
রাজ্য যেভাবে চলছে তাতে অশনি সংকেত দেখছেন বিশিষ্টরা।
আগামী বিশে জুন কলেজ স্কোয়ারে শিল্পী-সাহিত্যিকরা অবস্থানে অংশ নেবেন বলে জানিয়েছেন বিভাস চক্রবর্তী।
First Published: Wednesday, June 19, 2013, 17:53