Last Updated: November 22, 2011 13:49

কমল হাসান অভিনীত বিগ বাজেট তামিল সিনেমা `বিশ্বরূপম`-এ মুখ্য নায়িকা চরিত্রে সোনাক্ষী সিনহার পরিবর্তে এলেন অনাবাসী অভিনেত্রী পূজা কুমার। সোনাক্ষীকে প্রথমে এই ফিল্মের জন্য নেওয়া হলেও পরে নানা কারণে বেরিয়ে যান তিনি। একসময় শোনা যেতে থাকে, এই ভূমিকায় আসতে পারেন শ্রিয়া সারণ। কিন্তু সত্যি-মিথ্যে যা-ই হোক, সেই জনশ্রুতি বাস্তবায়িত হয়নি। মুম্বইয়ের একটি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে কমল হাসন বলেছেন, `জন্মসুত্রে পাঞ্জাবি পূজা কুমার আমার বিপরীতে বিশ্বরূপম-এ অভিনয় করবেন। পূজার জন্য এটা একটা বিশাল ব্রেক। কারণ, বিশ্বরূপম সম্ভবত তামিলনাড়ুতে বানানো বৃহত্তম চলচ্চিত্র হতে চলেছে`। ১৯৯৫-এর মিস ইন্ডিয়া-ইউএসএ পূজা চ্যানেল ভি-র ভিজে ছিলেন বেশ কিছুদিন। এ ছাড়া `নমস্তে আমেরিকা` নামে টিভি শোর সংবাদ পাঠিকা হিসেবেও কাজ করেছেন। `অনজানা অনজানি`, `বলিউড বিটস`,` দ্য ম্যান ইন মাই হাউস`, `ফ্লেভারস`-এও অভিনয় করে ফেলেছেন ইতিমধ্যেই। ২০০৩-এ `ফ্লেভারস`-এ অভিনয়ের জন্য স্ক্রিন অ্যাক্টর গিল্ড তাঁকে শ্রেষ্ঠ উদীয়মান অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করে।
First Published: Tuesday, November 22, 2011, 14:06