Last Updated: Tuesday, November 22, 2011, 13:49
কমল হাসান অভিনীত বিগ বাজেট তামিল সিনেমা `বিশ্বরূপম`-এ মুখ্য নায়িকা চরিত্রে সোনাক্ষী সিনহার পরিবর্তে এলেন অনাবাসী অভিনেত্রী পূজা কুমার। সোনাক্ষীকে প্রথমে এই ফিল্মের জন্য নেওয়া হলেও পরে নানা কারণে বেরিয়ে যান তিনি। একসময় শোনা যেতে থাকে, এই ভূমিকায় আসতে পারেন শ্রিয়া সারণ।