Last Updated: October 5, 2013 15:35

ছবি এঁকে খুব নাম করবে এটাই ছিল ওর স্বপ্ন। কিন্তু ওর হাতের আঁকা কারোরই সেভাবে পছন্দ হত না। সবাই বলত আঁকাটায় কোথাও একটা আন্তরিকতার অভাব আছে। ২৭ বছরের চিত্রকর লিওনার্দো গ্রানাটো তাই নিজেকে বদলে ফেলল। চোখের জল দিয়ে ছবি আঁকতে শুরু করল ও। অবশ্য ওর চোখের জলটা ঠিক আমাদের মত নয়। ওর চোখের জল দিয়ে ছবি আঁকার রঙ পড়ে।
তাই চোখকে ও তুলির কাজে লাগাল, পিচকারির মত চোখকে ব্যবহার করে ও রাঙিয়ে তুলছে ওর ক্যানভাস। একটা ছবি আঁকাতে লিওনার্দোকে কাঁদতে হয় ৮০০ মিলিলিটার। লিওনার্দোর ছবি বাজারে বিকোচ্ছে খুব। চোখের জলের রঙের সুবাদে বাতিল চিত্রকর এখন বিশ্বখ্যাতি পেয়ে গিয়েছেন।
নিজের এই দক্ষতা নিয়ে লিওনার্দো বলছেন, "যত বড় হচ্ছিলাম বুঝতে পারছিলাম আমার চোখ দিয়ে হাওয়া আর তরল পদার্থ বের হচ্ছে। তখনই আমার মাথায় আসে এই টাকে তো ছবি আঁকার নতুন স্টাইল হিসাবে ব্যবহার করা যেতে পারে। ঘনিষ্ঠজনরা আমার এই বুদ্ধিটাকে পাগলামি হিসাবে দেখত। কিন্তু আমি আই পেন্টিংয়ের জন্ম দিয়ে সবাইকে ভুল প্রমাণ করলাম।"
First Published: Saturday, October 5, 2013, 15:35