Last Updated: Saturday, October 5, 2013, 15:35
ছবি এঁকে খুব নাম করবে এটাই ছিল ওর স্বপ্ন। কিন্তু ওর হাতের আঁকা কারোরই সেভাবে পছন্দ হত না। সবাই বলত আঁকাটায় কোথাও একটা আন্তরিকতার অভাব আছে। ২৭ বছরের চিত্রকর লিওনার্দো গ্রানাটো তাই নিজেকে বদলে ফেলল। চোখের জল দিয়ে ছবি আঁকতে শুরু করল ও। অবশ্য ওর চোখের জলটা ঠিক আমাদের মত নয়। ওর চোখের জল দিয়ে ছবি আঁকার রঙ পড়ে।