Last Updated: May 24, 2013 17:42

হাওড়া লোকসভা উপ-নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হল বামেরা। বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য ও সিপিআইএম নেতা রবীন দেবের দাবি, বালি ও উত্তর হাওড়ার সবকটি বুথকে অতি-স্পর্শকাতর বলে ঘোষণা করতে হবে।
পাঁচলার বিভিন্ন বুথকেও অতি-স্পর্শকাতর ঘোষণার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। তৃণমূলের সন্ত্রাসে হাওড়ায় প্রচারের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বামেদের। হাওড়া লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ১৮৫১। এর মধ্যে, প্রায় ১৪০০ বুথকে ইতিমধ্যেই অতি-স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। বামেদের দাবি, আরও বুথকে এই তালিকায় আনতে হবে।
First Published: Friday, May 24, 2013, 17:42