Last Updated: March 20, 2013 23:10

রেস টু-র বিরুদ্ধে বড়সড় রকমের অভিযোগ আনল দিল্লি হাইকোর্ট। বুধবার সমাজসেবী টিনা শর্মার আনা অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডি. মুরুগেসান ও বিচারপতি ভি.কে.জৈনের ডিভিশন বেঞ্চ রেস টু-র বিরুদ্ধে নগ্নতা ও অশালীনতা প্রদর্শনের মামলা দায়ের করেছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রেস টু ভারতের শিশুদের বিশৃঙ্খলা শেখাচ্ছে।
ইতিমধ্যেই ভারতে মুক্তি পেয়েছে রেস টু। সেন্সর বোর্ডের তরফে মিলেছিল U/A সার্টিফিকেট। এর আগে এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্র সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য দু`সপ্তাহ সময় দিয়েছিল কোর্ট। কিন্তু সরকার ব্যবস্থা না নেওয়ায় শর্মা ফের কোর্টের কাছে আপিল করেছেন। শর্মা জানিয়েছেন ছবিতে দ্বৈত অর্থে প্রদর্শিত নগ্নতা ও ব্যবহৃত সংলাপ দেখে তিনি আহত হয়েছেন। সেন্সর বোর্ডের U/A সার্টিফিকেটকে চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগে শর্মা বলেছেন, "রেস টু মোট ৫০টি দেশে মুক্তি পেয়েছে। তার মধ্যে ৪০টি দেশের সেন্সর বোর্ড ছবিটিকে অ্যাডাল্ট ফিল্ম হিসেবে সার্টিফিকেট দিলেও ভারতের মত দেশে রেস টুকে অ্যাডাল্ট ফিল্ম হিসেবে গণ্য করা হয়নি। এমনকী ইউনাইটেড কিংডম ও ব্রিটেনেও রেস টু অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে।"
First Published: Wednesday, March 20, 2013, 23:10