Last Updated: Wednesday, March 20, 2013, 23:10
রেস টু-র বিরুদ্ধে বড়সড় রকমের অভিযোগ আনল দিল্লি হাইকোর্ট। বুধবার সমাজসেবী টিনা শর্মার আনা অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডি. মুরুগেসান ও বিচারপতি ভি.কে.জৈনের ডিভিশন বেঞ্চ রেস টু-র বিরুদ্ধে নগ্নতা ও অশালীনতা প্রদর্শনের মামলা দায়ের করেছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রেস টু ভারতের শিশুদের বিশৃঙ্খলা শেখাচ্ছে।