Last Updated: October 28, 2011 14:47

ফর্মুলা ওয়ান মানেই গতির লড়াই। ফটোফিনিশে এন্ড পয়েন্টে পৌঁছনো। তবে চলতি মরসুমে হ্যামিলটন, বাটনের অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন সেবাস্তিয়ান ভেটেল।
ষোলোটা রেসের মধ্যে দশটায় জিতেছেন জার্মানির এই ড্রাইভার। তিনটি রেসে জিতেছেন ম্যাকলারেনের বাটন। দুটি রেস জিতেছেন লুইস হ্যামিলটন। রবিবার ভারতের প্রথম ফর্মুলা ওয়ান রেসে রেডবুলের প্রতিনিধিত্ব করবেন সেবাস্তিয়ান ভেটেল আর মার্ক ওয়েবার। ম্যাকলারেনের হয়ে রেসে নামবেন জেনসন বাট আর লুইস হ্যামিলটন।
ফার্নান্ডো অ্যালান্সো আর ফিলিপে জুটি রেসিং ট্র্যাকে নামবেন ফেরারির হয়ে। কিংবদন্তি রেসিং ড্রাইভার মাইকেল শুমাখার ট্র্যাকে নামবেন মার্সিডিজের হয়ে। তার সঙ্গী হবেন নিকো রসবার্গ।তারকা দলগুলোর পাশে চোখ থাকবে ভারতের ফোর্স ইন্ডিয়ার দিকে। বিজয় মালিয়া আর সুব্রত রায়ের দলের ড্রাইভার হিসাবে থাকবেন অ্যাড্রিয়ান শুটিল আর পল দি রেস্তা। ধোনিদের দুরন্ত পারফরম্যান্স। দেওয়ালি উতসব। সবকিছুকে পেছনে ফেলে ভারতবাসীর নজর আপাতত বুদ্ধ ইন্টারন্যাশানাল ট্র্যাকের দিকে।
First Published: Friday, October 28, 2011, 14:47