Last Updated: May 27, 2013 21:18

ফরাসি ওপেনের মহারাজা শুরুতেই হোঁচট খেলেন। ফরাসি ওপেনে তাঁর প্রথম ম্যাচের প্রথম সেটেই হেরে যান নাদাল। পরে অবশ্য তিনটে সেট জিতে কোনওরকমে মুখরক্ষা করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্পেনের কিংবদন্তি এই খেলোয়াড়। নাদাল জিতলেন ৪-৬, ৭-৬, ৬-৪, ৬-৩ ব্যবধানে।
ফরাসি ওপেনের সর্বকালের সফল খেলোয়াড় নাদাল এদিনের ম্যাচের প্রথম সেটে হারলেন অবাছাই জার্মান খেলোয়াড় ড্যানিয়েল ব্র্যান্ডসের বিরুদ্ধে।
এদিনের ম্যাচের শুরুর সেটের স্কোর দেখে গোটা স্টেডিয়াম অবাক। যিনি ক্লে কোর্টে হারতে ভুলে গিয়েছেন, তিনি কী হারতে চলেছেন। এমন একটা মহাবিপদ থেকে রাফা ফিরলেন তাঁর সেই মেজাজ আর স্কিল দিয়ে।
First Published: Monday, May 27, 2013, 21:18