Last Updated: Saturday, October 5, 2013, 14:21
টেনিস বিশ্বে একটা মিথকে হারিয়ে রাফায়েল নাদাল ফের শীর্ষস্থান ফিরে পেলেন। চিন ওপেনের সেমিফাইনালে টমাস বার্ডিচের বিরুদ্ধে `বাই`পেয়ে ম্যাচ জেতায় এটিপি পয়েন্ট তালিকায় নোভাক জোকোভিচকে পিছনে ফেলে পেশাদার টেনিসের ফার্স্ট বয় বনে গেলেন রাফা। সোমবারই এটিপি সরকারিভাবে বিশ্বের এক নম্বর পেশাদার টেনিস খেলোয়াড় হিসাবে রাফায়েল নাদালের নাম ঘোষণা করে ফেলবে।