রাহানের শতরানের উপর ভর করে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের বিরুদ্ধে চালকের আসনে ভারত

রাহানের শতরানের উপর ভর করে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের বিরুদ্ধে চালকের আসনে ভারত

রাহানের শতরানের উপর ভর করে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের বিরুদ্ধে চালকের আসনে ভারতদক্ষিণ আফ্রিকা সফরে মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। কিন্তু ওয়েলিংটনে সুযোগ পুরোমাত্রায় কাজে লাগিয়ে টেস্টে প্রথম শতরান করেন আজিঙ্কা রাহানে। টেস্টে প্রথম শতরান সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়কে উৎসর্গ করেছেন রাহানে। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যানের কাছে শিখেই তাঁর খেলা পরিণত হয়েছে বলে দাবি রাহানের। তাঁর শতরানের উপর ভর করেই দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিয়েছে ভারত। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন যখন রাহানে ব্যাট করতে নামেন তখন ভারতের অর্ধেক ব্যাটসম্যান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে গিয়েছিলেন। নিজের স্বাভাবিক খেলা খেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন রাহানে। ধোনি, জাদেজার পর টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করে শতরান পুর্ণ করেন তিনি। ১১৮ রান করে সাউদির বলে আউট হন রাহানে।

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনও চালকের আসনে ভারত। বোলারদের পর শনিবার দাপট দেখালেন ব্যাটসম্যানরা। আজিঙ্কা রাহানের শতরানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রান করে ভারত। মাত্র দুরানের জন্য শতরান হাতছাড়া করেন শিখর ধাওয়ান। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ২৪ রান করে নিউজিল্যান্ড। এখনও ২২২ রান পিছিয়ে কিউইরা।

First Published: Saturday, February 15, 2014, 19:17


comments powered by Disqus