Last Updated: November 5, 2012 19:40

ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল রবিবারের রামলীলা ময়দান থেকেই। প্রত্যাশিত ভাবেই রাহুল গান্ধীকে কংগ্রেসের `নম্বর টু` হিসাবে তুলে ধরতে শুরু করল এআইসিসি। সোমবার দলের তরফে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর পরেই অধিষ্ঠান করছেন সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। যদিও তাঁর নতুন পদ নিয়ে কিছুই জানাতে চায়নি দল।
আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র রেনুকা চৌধুরী বলেন, "তিনিই দলের দ্বিতীয়, সেই মতোই ভাবনা চিন্তা চলছে।" সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে রাহুলের স্থান পাওয়া হয়নি। যুক্তি ছিল, সংগঠনে বড় দায়িত্ব দেওয়ার জন্যই তাঁকে মন্ত্রিসভায় যোগ দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। আগামী কয়েকদিনেই সিদ্ধান্ত হয়ে যাবে, রাহুলের ভবিষৎ। রাজনৈতিক মহল অনুযায়ী, কংগ্রেসের উপ সভাপতির পদ পেতে চলেছেন রাহুল। দিওয়ালির আগেই এআইসিসি-তে বড় রদবদলের সম্ভাবনা। সেখানেই রাহুলের রাজনৈতিক উত্তরণ ঘটবে বলে রাজনৈতিক শিবিরের মত।
First Published: Monday, November 5, 2012, 19:40