Rahul Sinha Prasun Banerjee campaining

প্রচার শুরুর আগে কালী ঘাটে পুজো সারলেন প্রসূন রাহুল

জোরদার ভোর প্রচারের মধ্যেই কালী ঘাটের মন্দিরে পুজো দিলেন হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি। আদ বিকেলে বালিতে রোড শো করবেন তিনি। তার আগে সকালে পুজো কালীঘাট মন্দিরে । দশ মাসে আগে উপনির্বাচনে জিতে প্রথম বার সাংসদ হয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার। এবার ভোটে জেতার বিষয়েও আশাবাদী তিনি।

আজ থেকে প্রচার শুরু করছেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। প্রচার শুরুর আগে সকালে সপরিবারে পুজো দিলেন কালীঘাট মন্দিরে। সঙ্গে ছিলেন দলের কর্মীরা। মোদী ম্যাজিক কলকাতা উত্তরেও কাজ করবে বলে আশাবাদী রাহুল সিনহা।

First Published: Friday, March 21, 2014, 16:08


comments powered by Disqus