Last Updated: Friday, May 31, 2013, 10:30
রবিবার হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। আর আজই শেষ হচ্ছে প্রচারের সময়সীমা। শেষ মুহুর্তের প্রচারে ব্যাস্ত যুযুধান দুই শিবিরই। সকালে বালিতে বামফ্রন্ট মনোনিত প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত পদযাত্রায় থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বালি খাল থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হবে লিলুয়া স্টেশন রোডে।