Last Updated: April 6, 2012 17:06

পুলিসের কাছ থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে বেধড়ক পেটাল জনতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুক্রবার এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রায়গঞ্জের কানাড়া ব্যাঙ্কে ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা চালায় একদল দুষ্কৃতী। ভল্ট ভাঙতে না-পারলেও, দুষ্কৃতীরা ব্যাঙ্কের কম্পিউটার, প্রিন্টার ও টাকা গোনার যন্ত্র চুরি করে পালায়।
রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে স্থানীয় মানুষ এক দুষ্কৃতীকে ধরে ফেলে। ধৃত ব্যক্তিকে প্রথমে পুলিসের হাতে তুলে দেন তাঁরা। কিন্তু পুলিস তাকে নিয়ে যাওয়ার সময় ক্ষিপ্ত জনতার একাংশ ক্ষোভে ফেটে পড়ে। পুলিসের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই দুষ্কৃতীকে বেধড়ক মারধর করেন তাঁরা। ঘটনাস্থলে আরও পুলিস পৌঁছে ওই দুষ্কৃতীকে উদ্ধার করে। পরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেফতার করে পুলিস।
First Published: Friday, April 6, 2012, 17:06