Last Updated: Friday, April 6, 2012, 17:06
পুলিসের কাছ থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে বেধড়ক পেটাল জনতা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুক্রবার এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার রায়গঞ্জের কানাড়া ব্যাঙ্কে ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা চালায় একদল দুষ্কৃতী। ভল্ট ভাঙতে না-পারলেও, দুষ্কৃতীরা ব্যাঙ্কের কম্পিউটার, প্রিন্টার ও টাকা গোনার যন্ত্র চুরি করে পালায়।