rail adhir

জমি জটে আটকে আন্ডার ব্রিজগুলির কাজ শেষ করার উদ্যোগ রেলের

জমি জটে আটকে আন্ডার ব্রিজগুলির কাজ শেষ করার উদ্যোগ রেলেররাজ্যে জমি জটে আটকে থাকা আন্ডার ব্রিজগুলির কাজ শেষ করতে উদ্যোগী হল রেল। প্রয়োজনে রেলের নিজের জমিতেই ওই কাজ শেষ হবে। এ বিষয়ে রেলমন্ত্রকে পাঠানো সুপারিশ মঞ্জুর হয়েছে।

আজ মুর্শিদাবাদের খাঁগড়াঘাটে একটি আন্ডার ব্রিজের শিলান্যাস করে একথা জানান রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মন্ত্রীর অভিযোগ, রাজ্য সরকারের অসহযোগিতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোপ্রকল্প সমেত একাধিক রেল প্রকল্প আটকে রয়েছে।

First Published: Sunday, February 16, 2014, 15:44


comments powered by Disqus