Last Updated: Monday, January 6, 2014, 23:02
ক্যান্সারও এখন আর দূরারোগ্য নয়। মাত্র এক সপ্তাহের মধ্যে প্যানক্রিয়াটিক ক্যান্সার সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন লন্ডনের এক দল চিকিত্সক, গবেষক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষনারত চিকিত্সকরা ঘোষনা করলেন নতুন এক ওষুধ তাঁরা তৈরি করতে চলেছেন যার দ্বারা ৬ দিনেরও কম সময়ে সারিয়ে ফেলা যাবে অগ্নাশয়ের ক্যান্সার। অন্যধরনের টিউমরের চিকিত্সায়ও ব্যবহার করা যাবে এই ওষুধ। চলতি বছরের শেষদিকেই এই ওষুধ পাওয়া যাবে বলে জানা গিয়েছে চিকিত্সকদের ওয়েবসাইট থেকে।