আজ থেকে লাগু নতুন রেল ভাড়া

আজ থেকে লাগু নতুন রেল ভাড়া

আজ থেকে লাগু নতুন রেল ভাড়া আজই কার্যকর হল রেলের নতুন ভাড়া। দশ বছর পর পর রেলের ভাড়া বৃদ্ধি হল। জানুয়ারি মাসের ৯ তারিখ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল।

রেলমন্ত্রী জানান, ক্ষতি সামাল দিতেই কুড়ি শতাংশ হারে ভাড়াবৃদ্ধির এই সিদ্ধান্ত। নজিরবিহীনভাবে রেল বাজেটের এক মাস আগে ভাড়া বৃদ্ধির ফলে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেলের আয় হবে বারোশ কোটি টাকা। যাত্রীভাড়া বাড়ানোয় রেলের আয় বাড়বে ৬ হাজার ৬০০ কোটি টাকা।

First Published: Monday, January 21, 2013, 12:03


comments powered by Disqus