Last Updated: Monday, December 3, 2012, 22:01
আগামী বুধবার থেকে রাজ্যে নতুন মিনিবাস ভাড়া চালু হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণামতো প্রতি স্টেজে ১ টাকা করে ভাড়া বাড়ানোর শর্তেই রাজি হয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি। আপাতত এই ভাড়ায় রাজি হলেও, ভাড়া পুনর্বিবেচনার দাবি থেকে সরছেন না মিনিবাস মালিকরা। সরকার ভাড়া না বাড়ালে জানুয়ারি থেকে আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।