Last Updated: December 7, 2013 13:01

রেলের গ্রুপ-ডি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল হাওড়ার জগাছায়। বিশেষ সূত্রে খবর পেয়ে আজ অভিযান চালায় দক্ষিণপূর্ব রেলের ভিজিল্যান্স দফতর। জগাছার নয়াবাজের একটি আবাসন থেকে উদ্ধার হয় প্রশ্নপত্রের জেরক্স কপি, জেরক্স মেশিন, লক্ষাধিক টাকা, বেশ কয়েকটি মোবাইল। আটক করা হয়েছে কয়েকজন পরীক্ষার্থীকে। গ্রেফতার করা হয়েছে একজন রেলকর্মীকেও। ধৃত ব্যক্তি দক্ষিণ পূর্ব রেলের চালক। নাম জগমোহন প্রতাপ সিং। পরীক্ষার্থীরা সকলেই পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনাস্থলে গিয়েছে সিবিআই আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।
First Published: Saturday, December 7, 2013, 13:01